রফিক আহমদ খানের ‘আলোর মেলা শিশুর খেলা’

প্রাবন্ধিক ও ছড়াকার রফিক আহমদ খানের ছড়ার প্রথম বই ‘আলোর মেলা শিশুর খেলা’ প্রকাশ হয়েছে। চমৎকার বইটি প্রকাশ করেছে চট্টগ্রামের গাজী প্রকাশনী। সম্পূর্ণ চাররঙা বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ ও প্রতি পৃষ্ঠায় অলংকরণ করেছেন তরুণ শিল্পী করিম উল্লাহ ইমন। বইমেলায় বইটি পাওয়া যাবে গাজী প্রকাশনীর স্টলে।
বইটির ফ্ল্যাপ লিখেছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক এমরান চৌধুরী। তিনি লিখেছেন, ‘বিচিত্র বিষয়, চিত্তাকর্ষক চিত্রকল্প, মায়াবী উপমা, আর নিখুঁত অন্ত্যমিলে সমৃদ্ধ গ্রন্হটিতে ছড়ার সংখ্যা বিশটি। ১১টি নিটোল শিশুমনকে দোলা দেওয়া ছড়া ও ০৯টি ভাবনার রাজ্যে অবগাহন করার মতো ছড়া রয়েছে গ্রন্হটিতে। বুনোহাতির উৎপাত; দেয়াঙ পাহাড়ের অনন্য রূপ-লাবণ্য; মাটির চুলোয় মায়ের খই ভাজা; শিশুর মুখে ‘মাম্মা’, ‘আপ্পা’ ডাক; রসের হাঁড়িসহ এমন কিছু বিষয় নিয়ে তিনি ছড়া বানিয়েছেন যেগুলো নিঃসন্দেহে চমকপ্রদ! পাশাপাশি তিনি নিজের শহর, জন্মভূমি, আমাদের মহত্তম অর্জন স্বাধীনতা ও জাতির পিতাকে ছড়ায় তুলে ধরেছেন স্বমহিমায়।’
তিনি আরও লেখেন, ‘রফিক আহমদ খানের এটি প্রথম ছড়াগ্রন্হ হলেও ছড়ার বুনন, বিষয়শৈলী, শব্দচয়ন, বাক্যবিন্যাস, সর্বোপরি উপমা ও অনুষঙ্গের ব্যবহারে তিনি পরিচয় দিয়েছেন যথেষ্ট ধী-শক্তির। এ গ্রন্হের বিশেষ বৈশিষ্ট্য- সব ক’টি ছড়াই ছড়ার ছন্দ নামে বহুল পরিচিত স্বরবৃত্তে রচিত। ফলে প্রতিটি ছড়াই গতিময়তায় শিশু-কিশোরদের মনকে যেমন দোলা দেবে; তেমনই সমান আলোড়িত করবে বড়দেরও। রফিক আহমদ খানের ‘আলোর মেলা শিশুর খেলা’ শিশুদের মনোজগতের প্রকৃত খেলনা হয়ে উঠবে- এ প্রত্যাশা খুব সহজেই করতে পারি।’
এসইউ/জিকেএস