সেলিনা হোসেনের বই নিয়ে অনলাইনে ১০ দিনের মেলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৩ জুন ২০২১

খ্যাতিমান কথাশিল্পী সেলিনা হোসেনের প্রকাশিত বই নিয়ে অনলাইনে বইমেলার আয়োজন করা হয়েছে। ১৪ জুন সেলিনা হোসেনের ৭৫তম জন্মদিন উপলক্ষে এই মেলার আয়োজন করে ‘বই অনলাইন বিডিডটকম’।

৬০টি বই নিয়ে ১০ দিনব্যাপী ‘অনলাইন সেলিনা হোসেন বইমেলা’ চলবে।

মেলায় ২৫ শতাংশ ছাড়ে সেলিনা হোসেনের বই বিক্রি হবে। এছাড়া ৬০টি বই একসঙ্গে ১৪ হাজার টাকায় কিনলে ঢাকা ও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দেয়া হবে।

ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও প্রাইম ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের গ্রাহকরা অতিরিক্ত ৫ শতাংশ ছাড়ে লেখকের সব বই পাবেন।

জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।