বইমেলায় আহমেদ শরীফের নতুন ২ বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৫ মার্চ ২০২২

কবি, লেখক ও সাংবাদিক আহমেদ শরীফের বই ‘রহস্য করোনা’ প্রকাশ হয়েছে বইমেলায়। বর্ণমালা প্রকাশনীর ৪২৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

লেখকের মতে, রহস্য করোনা একটি থ্রিলার উপন্যাস। করোনা ভাইরাস, বর্তমানে বিশ্ব রাজনীতিতে অস্থিরতা নিয়ে বাংলাদেশের এমনকি বিশ্বের প্রথম তথ্যবহুল উপন্যাস এটি।

পৃথিবীতে করোনা ছড়িয়ে পড়ার জন্য মূলত কারা দায়ী, তা লেখক কল্পনাশক্তির মাধ্যমে তুলে ধরেছেন। সম্পূর্ণ নতুন এক টুইস্টের মাধ্যমে পাঠক নতুন এক কারণ জানতে পারবেন, যা পাঠককে ভাবতে বাধ্য করবে।

বইয়ে যতো খুঁটিনাটি তথ্য দেওয়া হয়েছে, তার সবই নির্ভরযোগ্য। লেখক বইটিকে ‘ইনফো নভেল’ বলছেন। কারণ ইনফরমেশন সংবলিত উপন্যাস এটি।

বইটি পড়ে পাঠক উপন্যাসের স্বাদ পাওয়ার পাশাপাশি করোনাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য জানতে পারবেন বলে বিশ্বাস লেখকের। ‘রহস্য করোনা’ আহমেদ শরীফের সপ্তম বই।

এ ছাড়াও পাওয়া যাচ্ছে তার আরেকটি নতুন বই ‘সুস্থ থাকার গোপন সূত্র’। বইটিতে বিদেশি ওয়েবসাইট অবলম্বনে সুস্থ থাকার খাদ্য, পুষ্টি, লাইফস্টাইল, শিশুযত্ন, করোনায় করণীয় নিয়ে প্রয়োজনীয় আর্টিকেল আছে।

বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। দিব্যপ্রকাশের ৪৭৫-৪৭৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

লেখক বলেন, ‘নতুন দুটি বই ছাড়াও আমার ‘সুন্দর ক্যারিয়ার গড়তে হলে’ ও ‘নিউজরুম ও আমরা’ পাওয়া যাচ্ছে অনন্যা প্রকাশনীর স্টলে।’

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।