চমক নিয়ে আসছেন হৃতিক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২৮ মার্চ ২০২৫
হৃতিক রোশন। ছবি: সংগৃহীত

রাকেশ রোশন ‘কৃশ’ সিরিজের নতুন সিনেমা নিয়ে যে চিন্তাভাবনা শুরু করেছেন, সে কথা আগে শোনা গেছে। মঙ্গলবার সেই সংবাদ সত্য বলে জানিয়েছেন নির্মাতা। তবে আরও দু’টি বড় চমকও থাকছে বলে জানাচ্ছে একটি সূত্র।

সুপারহিরো কৃশের ভূমিকায় অভিনয় করেন হৃতিক রোশন। এবারেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু অভিনেতার কাঁধে গুরুদায়িত্ব থাকছে। এর আগে সিরিজের তিনটি ছবি পরিচালনা করেছিলেন রাকেশ। এবারে তিনি ছেলেকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন।

অর্থাৎ তার ২৫ বছরের ক্যারিয়ারে এই প্রথম হৃতিক কোনো ছবি নির্মাণ করতে যাচ্ছেন। রাকেশের সঙ্গে ‘কৃশ ৪’-এ প্রযোজক হিসেবে জুটি বেঁধেছে যশরাজ ফিল্মস।

রাকেশ রোশন হৃতিকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ডুগ্গু, ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। এবার আমি তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি।’

এ সংবাদ প্রকাশ্যে আসতেই হৃতিককে অনুরাগীদের একাংশ সাধুবাদ জানিয়েছেন। অনেকেই মনে করছেন, নির্মাতার আসনে বসে হৃতিক নতুন চমক দিতে পারেন। কারণ নির্মাতা এবং অভিনেতার দৃষ্টিভঙ্গি মিলে গেলে তা সিনেমাটির ক্ষেত্রে ভালা বলেই অনেকে ধারণা করছেন।

হৃতিকের‘কোই মিল গয়া’ সিনেমার পর ২০০৬ সালে মুক্তি পায় ‘কৃশ’। তারপর ২০১৩ সালে মুক্তি পায় ‘কৃশ ৩’। নতুন সিনেমার দৃশ্যধারণ শিগগির শুরু হবে শোনা যাচ্ছে।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।