সিনেমার প্রিমিয়ারে প্রযোজককে জুতাপেটা করলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৭ জুলাই ২০২৫

প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছেন মডেল ও অভিনেত্রী রুচি গুজ্জর। এ নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন ছিল। কিন্তু এ মুহূর্তে শোরগোল ‘সো লং ভ্যালি’ নামের হিন্দি ক্রাইম থ্রিলারের প্রিমিয়ার নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে মুম্বাইয়ের সিনেমা হলে ওই প্রিমিয়ারে হাজির হয়ে পায়ের জুতা খুলে সিনেমার অন্যতম প্রযোজক মান সিংয়ের উপরে চড়াও হচ্ছেন রুচি। ভাইরাল হয়েছে ভিডিওটি। শুরু হয়েছে বিতর্ক। মান সিং সিনেমাটির কেবল প্রযোজকই নন। প্রযোজক ও সিনেমার কাহিনিকারও তিনি।

অভিনেত্রীর অভিযোগ, তিনি প্রযোজকদের প্রায় ২৫ লাখ রুপি দিয়েছিলেন। তারা কথা দিয়েছিলেন রুচিকে নিয়ে সোনি টিভিতে একটি শো নির্মাণ করবেন। কিন্তু সেই অর্থ তারা সিনেমাটির নির্মাণে লাগিয়ে দিয়েছেন। এ অভিযোগেই সিনেমাটির অন্যতম প্রযোজক করণের বিরুদ্ধে। সেই সঙ্গেই প্রিমিয়ারে হাজির হয়েও তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে দাবি।

জানা গেছে, রুচির সঙ্গে রীতিমতো একটি দল সেখানে হাজির হয়। অনেকের হাতেই ছিল প্ল্যাকার্ড। তারা স্লোগান দিচ্ছিলেন প্রযোজকদের বিরুদ্ধে।

‘সো লং ভ্যালি’র তিন প্রযোজক মান সিং, করণ সিং, মহসিন খান। তাদের মধ্যে করণ রুচির কাছ থেকে এককালীন ২৩ লাখ রুপি নিয়েছিলেন বলে অভিযোগ। বৃহস্পতিবার দায়ের করা এফআইআরে তার নামই রয়েছে।

পুলিশের পক্ষ থেকে এফআইআরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর উল্লেখ করে এক কর্মকর্তা জানিয়েছেন, ‘অভিযোগযুক্ত টিভি শো-টি তৈরিই করা হয়নি। করণ অর্থ ফেরতও দেননি।’ এদিকে গুজ্জরের আইনজীবীর দাবি, তার মক্কেল আম্বোলি থানাতেও এফআইআর দায়ের করেছেন প্রযোজকদের বিরুদ্ধে।

 
 
 
View this post on Instagram

A post shared by Bollywood News (@bolly_newssss)

এদিকে প্রিমিয়ারে গোলমালের বিষয়টিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলে কটাক্ষ করেছেন মান সিং। তার দাবি, রুচি চেয়েছিলেন সিনেমাটির মুক্তি আটকে দিতে। কিন্তু শেষ পর্যন্ত আদালতের সম্মতি মেলায় সিনেমাটি নির্ধারিত সময়েই মুক্তি পেয়েছে। আর তাতেই ক্ষুব্ধ হয়ে রুচি বিশৃঙ্খলা করতে এসেছিলেন।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।