রাস্তা নোংরা করার অভিযোগে কঙ্গনার কঠোর জবাব
দায়িত্ববান নাগরিক, আবার জনপ্রতিনিধি- দুই পরিচয়ে পরিচিত বলিউড তারকা কঙ্গনা রানাউত। কিন্তু সম্প্রতি তার দিকেই উঠেছে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ। সামাজিক যোগাযোগমাধ্যমে রটে যায়, রাস্তা নোংরা করেছেন এই তারকা সাংসদ। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড়ও ওঠে। শেষপর্যন্ত নিজেই মুখ খুললেন কঙ্গনা। শেয়ার করলেন ছবি-সহ প্রমাণ, জানালেন আসল ঘটনা।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায়, রাস্তার পাশে একটি টিকিয়া স্টলের সামনে দাঁড়িয়ে খাবার খাচ্ছেন কঙ্গনা। দোকানের সামনেই ডাস্টবিন পড়ে আছে, যা ছিল তার ঠিক পায়ের সামনে। দাবি করেছেন, খাওয়ার পর সেই ডাস্টবিনেই প্লেট ফেলেছেন তিনি। অথচ প্রচার করা হয়- তিনি নাকি রাস্তা নোংরা করেছেন।
ছবিসহ পোস্টে কঙ্গনা লিখেছেন, ‘প্রচারিত খবরে যে তথ্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভুল। ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর প্রচার ছাড়া আর কিছুই নয়। সংবাদ প্রকাশের আগে অন্তত তথ্য যাচাই করুন।’
কঙ্গনা রানাউতের ইনস্টাগ্রাম স্টোরি
‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’ থেকে ‘রাজ ২’- একের পর এক ছবিতে অভিনয়ে দর্শককে মুগ্ধ করেছেন কঙ্গনা। পর্দায় সফলতা পেয়েই রাজনীতিতে নাম লেখান তিনি। ২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে মাণ্ডি থেকে প্রায় ৭৫ হাজার ভোটে জয়ী হয়ে প্রথমবারেই সাংসদ হন।
আরও পড়ুন:
আবারও আইনি জটিলতায় শাহরুখপুত্র আরিয়ান খান
সৌদি আরবে গিয়ে সংসার নিয়ে ঐশ্বরিয়ার স্পষ্ট বার্তা
এখন প্রস্তুতি নিচ্ছেন হলিউড যাত্রার জন্য। ভৌতিক ঘরানার ছবি ‘ব্লেসড বি দ্য ইভিল’- প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। বিতর্ক আর কঙ্গনা- এমন তুলনা অনেকদিনের। স্পষ্টভাষী মন্তব্যে প্রায়ই শিরোনামে উঠে আসেন তিনি। এবারও সামাজিকমাধ্যমে সপাট জবাব দিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন এই ‘রণং দেহি’ অভিনেত্রী-সাংসদ।
এমএমএফ/এমএস