রাম মন্দিরে সপরিবারে পূজা দেয়ার ঘোষণা দিলেন দেব

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৩৫ এএম, ১০ আগস্ট ২০২০

রাম মন্দিরে সপরিবারে পূজা দেয়ার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য-অভিনেতা দেব। তবে এ ঘোষণা দেয়ার দিন দুয়েক আগেই নিজস্ব সংসদীয় এলাকা ঘাটালে বৈঠক করার পর রাম মন্দির নিয়ে দেব বলেছিলেন, ‘এ সময়ে (করোনা) ভ্যাকসিন না মন্দির কোনটা জরুরি তা একটা শিশুও বলে দিতে পারবে।’

রাম মন্দির প্রসঙ্গে দেবের সেই উত্তর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেরই তা পছন্দ হয়নি। ফলে দেবকে কটাক্ষ করতেও ছাড়েননি তরা। সেসব বিতর্কের অবসান ঘটিয়ে এক ফেসবুক আড্ডায় দেব জানিয়ে দিলেন, ‘যেদিন রাম মন্দির হবে সেদিন সপরিবারে পূজা দিতে যাব।’

দেব স্পষ্ট বলে দিয়েছেন, যে রাম মন্দির নিয়ে তার কোনো আপত্তি নেই। আপত্তিটা অন্য জায়গায়। মহামারির জেরে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই মন্দির নির্মাণকে উপলক্ষ করে মানুষ একত্রিত হচ্ছেন, তাও আবার মাস্ক ছাড়াই, সেটাই ভয়ের কারণ। কারণ, দিন দিন করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে উদ্বিগ্ন দেব।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।