ধর্ষণ মামলায় গ্রেফতার জনপ্রিয় কৌতুকশিল্পী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:২০ পিএম, ১৭ মার্চ ২০২৩

হোটেলে ২৫ বছরের এক তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেফতার হয়েছেন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান খয়ালী সহারন। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভারতের জয়পুরের মানসরোবর থানায় খয়ালীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সেই তরুণী। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া.কম-এর সংবাদে এমনটাই জানা গেছে।

ভারতীয় পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত সোমবার। চাকরির প্রলোভনে সেই তরুণীকে মানসরোবর এলাকার এক হোটেলে নিয়ে গিয়েছিলেন আপ (আম আদমি পার্টি) কর্মী খয়ালী। এরপর মদ্যপান করে তিনি হোটেলের রুমে অভিযোগকারী তরুণীকে ধর্ষণ করেন বলে জানা যায়।

মানসরোবর থানার সাব-ইন্সপেক্টর সন্দীপ যাদব বলেছেন, ‘নারীর দায়ের করা অভিযোগের পর কৌতুক অভিনেতার বিরুদ্ধে আইপিসি ধারা ৩৭৫ (ধর্ষণ) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।’

এদিকে পুলিশ খোঁজ নিয়ে জেনেছে, খয়ালী সেই হোটেলে দুটি রুম বুক করেছিলেন। একটি নিজের জন্য অন্যটি দুই নারীর জন্য। এরপর তরুণীর অভিযোগ অনুযায়ী, কমেডিয়ান নিজে বিয়ার খান। দুই নারীকেও বিয়ার খেতে বাধ্য করেন। এরপর একজন রুম থেকে চলে গেলে তরুণীকে ধর্ষণ করেন খয়ালী।

পুলিশ আম আদমি পার্টির মুখপাত্র যোগেন্দ্র গুপ্তের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আপ-এর লাখ লাখ কর্মী রয়েছে। খয়ালী তাদের মধ্যে একজন। সে তার ব্যক্তিগত জীবনে কী করছে তার দায় পার্টি কেন নেবে?’

উল্লেখ্য, ‘ইন্ডিয়ান চ্যালেঞ্জ সিজন ২’-তে খয়ালী অংশ নিয়েছিলেন। কপিল শর্মার শোয়েও তিনি অতিথি হয়ে এসেছিলেন। কৌতুক অভিনেতা হিসেবে তিনি ভারতের বেশ জনপ্রিয়।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।