বিয়ে করলেন রাবা খান ও আরাফাত মহসিন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৫ এপ্রিল ২০২৫

কণ্ঠশিল্পী ও পরিচালক আরাফাত মহসিনকে বিয়ে করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। সোশ্যাল মিডিয়ায় এ সংবাদ রাবা নিজেই জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি তাদের বিয়ের কয়েকটি ছবিও প্রকাশ করেছেন।

রাবা খানের প্রকাশ করা এসব ছবিতে দেখা যায়, রাবার পরনে ছিল লাল-কমলা মিশেলের শাড়ি। আর আরাফাত পরেছেন সোনালি কারুকাজের সাদা শেরওয়ানি। দুজনকেই হাস্যোজ্বল দেখা গেছে।

আরও পড়ুন:

রাবা খান তার বিয়ে ছবি প্রকাশ করে ক্যাপশনে রাবা খান লিছেন, ‘এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা’। সেই সঙ্গে বিয়ের তারিখও তিনি উল্লেখ করেছেন। পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের অনুরাগীরা শুভেচ্ছা জানান। সবাই তাদের নতুন জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।