ঈদে আসছে জয়ের ‘ধোকা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৩ জুন ২০২৫

আসছে ঈদ উপলক্ষে এফডিসিতে নির্মিত হলো ‘ধোকা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। কামরুল হাসান সোহাগের কথায় গানটিতে সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত ব্যক্তিত্ব প্লাবন কোরাইশী। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। কণ্ঠ দিয়েছেন জয়। মডেল হিসেবে রয়েছেন প্রিয়া অনন্যা, তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন। গানটিতে কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান ও তার টিম। ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

কণ্ঠশিল্পী জয় বলেন, ‘প্রতিটি শিল্পী তার মৌলিক গান নিয়ে আশাবাদী। আমিও ব্যতিক্রম নই। করোনাকালের পরে আমি ‘ধোকা’ শিরোনামে গানটি করলাম। যখন গানটি ভয়েস দেই স্টুডিওতে তখন সংগীতপ্রেমীরা গানটি শুনে প্রশংসা করেন। আশা করছি গানটি দর্শকপ্রিয়তা পাবে।

মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, বরাবরই গ্লামার লুকে কাজ করতে আমার বেশ ভালো লাগে। নিজেকে গানটির মাধ্যমে আরও ফুটিয়ে তুলতে পেরেছি। গানের প্রতিটা জিনিস আমার পছন্দ হয়েছে। এতে ভিন্নভাবে দর্শকরা আমাকে দেখতে পাবেন। ‘ধোকা’ শিরোনামে গানটি অসাধারণ নাচের গান। আমি, তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন ভাইয়ের সঙ্গে কাজ করলাম। মিউজিক ভিডিওতে আমাদের রসায়নটা দারুণ ছিল। কণ্ঠশিল্পী জয় ভাইয়ের গাওয়া গানটি খুবই ভালো লাগবে দর্শকের।

এ প্রসঙ্গে মডেল তন্ময় সাবি বলেন, গানের কথাগুলো ভালো লাগছে কণ্ঠশিল্পীর গায়কী দারুণ হয়েছে। আমার বিপরীতে মডেল হিসেবে কাজ করছেন এ সময়ের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা, রুমি ও খলনায়ক ডন ভাই। বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।

আরও পড়ুন:

নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, ‘ধোকা’ মিউজিক ভিডিওটি এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই নির্মাণ করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। ‘ধোকা’ গানটি ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলে।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।