অবশেষে দেশে ফিরলেন অপূর্ব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৬ আগস্ট ২০২৫

অনেকদিন ধরে নতুন কোনো কাজে পাওয়া যাচ্ছিল না অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। মিস করছিলেন তার ভক্তরা। কাজ না করার কারণ, অপূর্ব ছিলেন দেশের বাইরে। প্রায় সাড়ে সাত মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। এবার ফিরতে চলেছেন শুটিংয়েও।

গত বছরের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অভিনেতা। সেখানে থাকেন তার স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা। তাদের ঘরে রয়েছে একমাত্র পুত্র আয়াশও।

অভিনেতা অপূর্ব জানিয়েছেন, আপাতত কয়েক দিন বিশ্রামে থাকবেন তিনি। এরপর ফিরবেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে। এরই ফাঁকে জমে থাকা স্ক্রিপ্টগুলো পড়ে শেষ করতে চান। স্ক্রিপ্ট পড়া শেষে সিদ্ধান্ত নেবেন নতুন কাজের।

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছিল অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। শিহাব শাহীন পরিচালিত সিরিজটিতে অপূর্ব অভিনয় করেছিলেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। জনপ্রিয় হয়েছিল সিরিজটি। শোনা যাচ্ছে, শিহাব শাহীনের পরিচালনায় ‘গোলাম মামুন ২’ ওয়েব সিরিজ দিয়ে কাজে ফিরবেন অভিনেতা। বেশ কিছু নাটকের কাজও রয়েছে অপূর্বর হাতে।

‘গোলাম মামুন ২’-এর জন্য এরই মধ্যে প্রি-প্রোডাকশন চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ধারণা করা হচ্ছে, আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম দিকেই সিরিজটির শুটিং শুরু হবে, আর সেখানেই ফিরবেন অপূর্ব।

এমআই/এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।