যার কারণে চারদিন আগেই জন্মদিন পালন করলেন পরীমনি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২১ অক্টোবর ২০২৫
কে এই অর্ক যার কারণে চারদিন আগেই জন্মদিন পালন করলেন পরীমনি

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই আলাদা আয়োজন, আলোচনার ঝলক আর সামাজিক যোগাযোগমাধ্যমে রঙিন উৎসব। তবে এবার ভক্তরা অবাক হয়েছেন। কারণ জন্মদিনের চারদিন আগেই উদযাপন সেরে ফেলেছেন এই অভিনেত্রী।

আগামী ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। কিন্তু সোমবার (২০ অক্টোবর) রাতেই কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেছেন তিনি। মঙ্গলবার সকালে নিজের ফেসবুকে সেই উদযাপনের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন পরীমনি। পোস্টে তিনি লিখেছেন, ‘২৪ অক্টোবর আমার জন্মদিন। গতকাল রাতেই উদযাপন করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।’

কে এই অর্ক যার কারণে চারদিন আগেই জন্মদিন পালন করলেন পরীমনি? অর্ক সম্পর্কে পরী জানান, ‘অর্ক-এর সঙ্গে আমার পরিচয় কাজের সুবাদে। সে একজন মেকআপ আর্টিস্ট। ঢাকায় একা থাকে। আমি যে এলাকায় এখন থাকছি, ওর বাসাও সেখানেই। ও খুব ভালো রান্না করে। মাঝে মাঝে খাবার বিনিময় হয় আমাদের মধ্যে। ধীরে ধীরে ভাইয়ের মতো হয়ে গেছে। ওর অনেক ছোট ছোট আবদার থাকে। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি এমন আয়োজন!’

এরপর পরী আবেগভরে লেখেন, ‘আমি এত খুশি হয়ে গেছি রে অর্ক! সারাজীবন তোদের মতো আপন মানুষদের সঙ্গে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই। ধন্যবাদ ভাই আমার। এটা আমার এবারের জন্মদিনের প্রথম কেক, প্রথম উদযাপন।’

পরীমনির এই আগাম জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরীসহ ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। হাসি-আড্ডা আর কেক কাটার আনন্দে মাতোয়ারা ছিলেন সবাই।

অভিনেত্রীর জন্মদিনের ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভক্তরা পরীর আগাম জন্মদিন উদযাপনের কারণ জেনে মুগ্ধ হয়েছেন এবং শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার ফেসবুক পোস্টের মন্তব্যঘর।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।