ওজন বেড়ে যাওয়ার কারণ জানালেন দীঘি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৫ এএম, ২৩ অক্টোবর ২০২৫
ওজন বেড়ে যাওয়ার কারণ জানালেন দীঘি

শিশুশিল্পী হিসেবে অল্প বয়সেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। তবে বড় পর্দায় নায়িকা হয়ে সেই সাফল্য ধরে রাখতে পারেননি। বরং নানা কারণে সমালোচনা আর ট্রলের মুখোমুখি হয়েছেন তিনি।

সম্প্রতি আবারও ঘুরে দাঁড়িয়েছেন দীঘি। ‘জংলি’ ছবিতে অভিনয়ের পর দর্শকের ভালোবাসা পেয়েছেন। যুক্ত হয়েছেন ‘বরবাদ’-এর পরিচালকের নতুন ছবিতেও। ‌‘বিদায়’ নামের ছবিটিতে তিনি কাজ করছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের সঙ্গে।

তবে নিজের জীবনের কঠিন সময়গুলো আজও ভোলেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী।

দীঘি বলেন, ‘অসুস্থতার কারণে আমার ওজন বেড়ে গিয়েছিল। তখন অনেকে নানা মন্তব্য করত, ব্যঙ্গ করত। একসময় খুব হতাশ হয়ে পড়েছিলাম। আসলে আমি যে ওষুধ খেতাম, তাতে শরীর ফুলে যেত। পরে অনেক পরিশ্রম, ডায়েট আর ধৈর্যের মাধ্যমে নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে এনেছি।’

বডি শেমিং প্রসঙ্গে দীঘি আরও বলেন, ‘প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজ করলে সমালোচনা হবেই এটাই বাস্তবতা। তবে এখন আর সেসব নিয়ে মাথা ঘামাই না। আগে এসব কথা খুব কষ্ট দিত। এখন বুঝি অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় ভাবতে ভালোবাসেন। আমার ভুল ধরার একমাত্র মানুষ আমার বাবা, তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক।’

তিনি বোঝালেন, একসময় যে সমালোচনা দীঘিকে ভেঙে দিয়েছিল, এখন সেটিই তার অনুপ্রেরণা।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।