কত টাকা পেলেন ‘বিগ বস’ বিজয়ী গৌরব

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:২২ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৫
বিগ বস ১৯ বিজয়ী অভিনেতা গৌরব খান্না, সঙ্গে স্ত্রী আকাঙ্ক্ষা চামোলা। ছবি: ইনস্টাগ্রাম থেকে

‘বিগ বস’র ১৯তম মৌসুমে বিজয়ী হয়েছেন ভারতের ছোটপর্দার অভিনেতা গৌরব খান্না। গতকাল রোববার রাতে বলিউড তারকা সালমান খানের সঞ্চালনায় শেষ হয় আলোচিত এই রিয়েলিটি শো। গ্র্যান্ড ফিনালেতে গৌরবের নাম ঘোষণা করেন সালমান। শোয়ের প্রথম রানার-আপ হয়েছেন ফারহানা ভাট। বিজয়ী হিসেবে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছেন তারা।

সালমান খানের এই শোয়ের গ্র্যান্ড ফিনালের পর ট্রফি হাতে স্ত্রী আকাঙ্ক্ষা চামোলার সঙ্গে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেন গৌরব। বিজয়ের আনন্দ ভাগাভাগি করে তিনি লেখেন, ‘ট্রফিটা ঘরে এসেছে’। এছাড়া অনুরাগী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন অভিনেতা।

যারা গৌরবের পাশে ছিলেন, তাদের উদ্দেশে এক বার্তায় গৌরবের টিম লিখেছে, ‘তিন মাসের সফর অবশেষে শেষ হল... কী অসাধারণ এক সমাপ্তি হল। ট্রফিটা ঘরে এলো। সবাই জানতে চাইছিল, ‘জিকের (গৌরব খান্না) কী হবে?’ আমরা সবসময় বলে আসছিলাম, জিকে আমাদের সবার জন্য ট্রফিটা ঘরে আনবে। সে তাই করেছে। তার যাত্রাটা ছিল সুন্দর ও অপ্রতিরোধ্য। আমরা গৌরবের সঙ্গে প্রতিটি উচ্চাকাঙ্ক্ষা, প্রতিটি বিপত্তি, শক্তি এবং মর্যাদার প্রতিটি মুহূর্ত পার করেছি। আজ, এই জয় আমাদের নিজেদের বলেই মনে হচ্ছে।’

তারা আরও লিখেছেন, ‘এটি আসলে প্রত্যেকেরই জয়, যারা গৌরবের ওপর আস্থা রেখেছিলেন, যারা ভোট দিয়েছিলেন, যারা তার পাশে দাঁড়িয়েছিলেন, যারা তার স্বপ্নকে নিজেদের করে তুলেছিলেন। আজ কেবল একটা ট্রফি সেলিব্রেট করছি না, আমাদের বিশ্বাস, ভালোবাসা এবং ঐক্য উদযাপন করছি। আমরা একত্রে বিজয়ী হয়েছি। হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ।’

কত টাকা পেলেন ‘বিগ বস্’ বিজয়ী গৌরব

বিগ বসে গৌরবের যাত্রা ছিল তুলনামূলক শান্ত, তবে স্থির ও ধারাবাহিক। মৌসুমের প্রথম দিকে তিনি খুব বেশি ঝামেলায় না জড়িয়ে নিজের মতো ছিলেন। অনেকেই তখন তাকে হালকাভাবে নিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার কৌশল, ভারসাম্যপূর্ণ আচরণ ও প্রতিক্রিয়া দর্শকদের মনে জায়গা করে নেয়। শেষদিকে গৌরব আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, স্পষ্ট মত প্রকাশ করেন, টাস্কে নজরকাড়া পারফর্ম করেন এবং প্রমাণ করেন, শোরগোল নয়, চরিত্র ও সংযমও জয়ের পথ তৈরি করতে পারে। গৌরবের প্রশংসা করে সালমান খান বলেন, ‘আমি ওর ব্যক্তিত্বকে এগিয়ে রাখবো। তারও চেয়ে বেশি সম্মান জানাবো ওর পরিবার ও বন্ধুদের। ওর সঙ্গে কাজ করা সত্যিই আনন্দের। শিগগিরই আমি ওর সঙ্গে কাজ করবো।’

এ মৌসুমের শীর্ষ পাঁচ প্রতিযোগী হলেন প্রথম রানার-আপ ফারহানা ভাট, দ্বিতীয় রানার-আপ কৌতুকশিল্পী প্রণীত মোরে, তৃতীয় স্থানে আছেন তান্যা মিত্তাল এবং চতুর্থ অবস্থানে আছেন অমল মালিক। তিন মাসের টান টান উত্তেজনা, যুথবদ্ধতা, আবেগঘন মুহূর্ত ও বিনোদনে ভরা শো শেষে গৌরব খান্নার হাতে উঠলো ট্রফি। বিজয়ী হিসেবে গৌরব খান্না পেয়েছেন ৫০ লাখ রুপি। তা ছাড়া সালমানের সঙ্গে কাজের অফার তো আছেই। গৌরবের এটি দ্বিতীয় রিয়েলিটি শো জয়। এর আগে তিনি ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-এ বিজয়ী হয়েছিলেন।

আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।