সায়েন্স ফিকশনের গল্পে হোমো এলিয়েন্স


প্রকাশিত: ০৮:১৬ এএম, ২৭ জুন ২০১৬

ঈদুল ফিতর উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মাণ করা হয়েছে টেলিছবি ‘হোমো এলিয়েন্স’। সায়েন্স ফিকশনধর্মী এই গল্পটি রচনা করেছেন যায়নুদ্দিন সামি এবং টেলিফিল্মটি পরিচালনা করেছেন রাসেল আহমেদ।

এতে প্রধান দুটি চরিত্রে দেখা যাবে আজাদ আবুল কালাম ও শশীকে। এছাড়া আরো অনেকেই হাজির হবেন বিভিন্ন চরিত্রে। আর টেলিছবিটি প্রচার হবে ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৪০ মিনিটে।

এর গল্পে দেখা যাবে- আবীর সাহেব একজন বিজ্ঞানী। দীর্ঘদিন ধরে তিনি মানুষের জ্বিনের ওপর একটা কঠিন গবেষণা নিয়ে আছেন। তার গবেষণার মূল বিষয় হচ্ছে মানুষের বয়সের ওপর একটা হাইপোথিসিস। অর্থাৎ যেখানে বয়সের মিউটেশন করা হবে, অমরত্বের জেনেটিক কোড তৈরি করা হবে।

একদিন আবিষ্কারও হয়ে যায় সেই কোড! কিন্তু তখনই আবীর সাহেব পিছু নেয় দেশি-বিদেশি নানা এজেন্ট। অমূল্য এই কোডের পাসওয়ার্ড জানার জন্য কোটি কোটি টাকা খরচ করতে থাকে তারা। গুপ্তচর থেকে শুরু করে কিলার পর্যন্ত নিয়োগ করা হয়।

এদিকে ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠে আবীর সাহেব। তার গার্লফ্রেন্ড বিপাশা ফাঁস করে দেয় এই কোড। তবে সরকারের পক্ষ থেকে আগেই নেয়া হয়েছিল নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা। আবীরের যে সেক্রেটারি নিয়োজিত ছিল, সেও আসলে গোয়েন্দা সংস্থার লোক। তাই বেঁচে যায় আবীর আর তার জেনেটিক কোডের ল্যাপটপ।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।