যে ভয়ে শাকিবের নায়িকা হওয়ার সুযোগ পেয়েও অডিশন দেননি তিশা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬
শাকিব খান ও তাসনুভা তিশা

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমায় কাজ করার সুযোগ পেয়েও অডিশন দিতে যাননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অডিশন-ভীতির কথা খোলাখুলি জানিয়ে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে তিশা জানান, শুটিং সেটের স্বাভাবিক পরিবেশ ছাড়া তিনি অভিনয়ে নিজেকে সাবলীলভাবে মেলে ধরতে পারেন না। লাইট, ক্যামেরা ও পুরো ইউনিটের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ না পেলে চরিত্রের গভীরে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। এ কারণেই অডিশনের নাম শুনলেই তিনি নার্ভাস হয়ে যান।

নিজের দুর্বলতার কথা স্বীকার করে তিশা বলেন, ‘আমি তো আসলে অভিনয় শিখে আসিনি। অডিশন দিলে আমি নিশ্চিত, আমাকে বাদ দেওয়া হবে। তাই সিনেমার মিটিংয়েই বলেছিলাম, ‘অডিশন ছাড়া নিতে চাইলে নিতে পারেন’।’

আরও পড়ুন
ঈদে আসছে সুমন ধরের থ্রিলার ওয়েব ফিল্ম, অভিনয়ে ইরফান-ভাবনা-দীঘি
ওমরাহ করে দেশে বেড়াতে এসেছেন প্রবাসী রিয়া

শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি তাকে একটি সিনেমার জন্য অডিশনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দীর্ঘদিনের অডিশন ভীতির কারণেই শেষ পর্যন্ত সেখানে অংশ নেননি তিনি।

তিশার ভাষ্য অনুযায়ী, শুটিং সেটে সহশিল্পী ও ইউনিটের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হলে তিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না। সময় নিয়ে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটাই তার অভিনয়ের বড় শক্তি বলে মনে করেন এই অভিনেত্রী।

বর্তমান কাজের ব্যস্ততা নিয়েও কথা বলেন তিশা। তিনি জানান, নাটক ও মিউজিক ভিডিওর কাজ নিয়ে এখন বেশ ব্যস্ত সময় কাটছে তার। সম্প্রতি সুনামগঞ্জে একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন তিনি।

এ ছাড়া সামনে একটি বড় প্রজেক্টের কাজ নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিশা। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে কাজটি শুরু হতে পারে। তবে প্রজেক্টটির বিষয়ে আপাতত বিস্তারিত জানাতে চাননি তিনি।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।