ঈদে আসছে সুমন ধরের থ্রিলার ওয়েব ফিল্ম, অভিনয়ে ইরফান-ভাবনা-দীঘি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩ এএম, ০৭ জানুয়ারি ২০২৬

নির্মাতা সুমন ধর নতুন একটি ডার্ক থ্রিলার ওয়েব ফিল্মে নির্মাণ করছেন। তাতে অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি, ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব ভাবনা। ঢাকার বিভিন্ন লোকেশনে বর্তমানে ছবিটির শুটিং চলছে। তবে এখনো ওয়েব ফিল্মটির নাম চূড়ান্ত হয়নি।

এর আগে সুমন ধরের পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ ওয়েব ফিল্মে কাজ করেছেন দীঘি। নতুন এই কাজেও ভিন্নধর্মী গল্প তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা। গল্পের বিস্তারিত আপাতত প্রকাশ করতে না চাইলেও তিনি জানান, এটি একটি গল্পনির্ভর থ্রিলার, যা দর্শকের আগ্রহ ধরে রাখবে।

সুমন ধর বলেন, ‘গল্প ও চরিত্রের প্রয়োজন অনুযায়ী শিল্পী নির্বাচন করেছি। সবাই মনোযোগ দিয়ে কাজ করছেন। আশা করছি দর্শক ভিন্ন কিছু দেখতে পাবেন।’

আরও পড়ুন:
যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
আরশের সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল, শুটিংয়ে ব্যস্ত সুনেরাহ

ওয়েব ফিল্মটি নিয়ে আশাবাদী দীঘিও। তিনি বলেন, ‘সুমন ধর সব সময় আলাদা ধরনের গল্পে কাজ করেন। তার সঙ্গে আগের কাজগুলোর অভিজ্ঞতা ভালো ছিল। নতুন এই কাজটিও দর্শকের ভালো লাগবে বলে বিশ্বাস করি।’

ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব ভাবনার সঙ্গে এটি দীঘির প্রথম কাজ। সহশিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমবার একসঙ্গে কাজ করলেও অভিজ্ঞতা দারুণ। সবাই খুব সহযোগিতাপূর্ণ, শুটিংও বেশ উপভোগ্য হচ্ছে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন রোজার ঈদকে সামনে রেখে ওয়েব ফিল্মটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। কোন ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শিগগিরই নাম ও মুক্তির প্ল্যাটফর্ম জানানো হবে।

এমআই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।