চলচ্চিত্রে লিটল মাস্টার


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৮ জানুয়ারি ২০১৫

রূপালি পর্দায় অভিনয় করতে যাচ্ছেন ক্রিকেটের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। এমন একটি খবর প্রকাশ হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে। শচীনের জীবনী নিয়ে নির্মিত ছবিতে নিজেরই ভূমিকায় অভিনয় করেবন ভারতীয় এ ক্রিকেট তারকা।

ছবিটি নির্মাণ করবেন ব্রিটিশ পরিচালক জেমস এরসকাইন। এখনও ছবির নাম ঠিক হয়নি। এ বছরের শেষে অথবা গত বছরের শুরুতে মুক্তি পাবে এই বায়োপিক। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এর শ্যুটিং।

২০১৩ সালে সব ধরণের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন শচীন। তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির রেকর্ড। ২০১৩ সালে ভারত রত্ন পুরস্কার পান বিশ্ব ক্রিকেটের এই জীবন্ত কীংবদন্তি। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।