সালমার নতুন দুই অ্যালবাম


প্রকাশিত: ০৩:১৭ এএম, ১০ জানুয়ারি ২০১৫

আধুনিক এবং লালনগীতি নিয়ে এবছর দুটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন ক্লোজআপ তারকা সালমা। ইতিমধ্যে সালমা তার লালনগীতির অ্যালবামের কাজ প্রায় গুছিয়ে এনেছেন। এই অ্যালবামের কাজ শেষ হলেই আধুনিক গানের অ্যালবামের কাজ শুরু করবেন তিনি।

এ সম্পর্কে সালমা বলেন, `প্রথমবার একসঙ্গে দুটি অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিলাম। বর্তমানে লালন সঙ্গীতের অ্যালবামটির কাজ করছি। দু-এক মাসের মধ্যেই এর কাজ শেষ হয়ে যাবে। এর পরপরই আধুনিক গানের অ্যালবামের কাজ শুরু করব। ইতোমধ্যে এই অ্যালবামের গান সংগ্রহের কাজ শুরু করেছি। এর কাজ দ্রুত গতিতে শেষ করব। দুটি অ্যালবাম একই দিনে প্রকাশ করার ইচ্ছা রয়েছে।`

উল্লেখ্য, গত বছর সালমার সর্বশেষ একক অ্যালবাম `স্বপ্ন উড়াইলা` প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে তিনি এই অ্যালবামের বেশ কয়েকটি গানের ভিডিও প্রকাশ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।