নাটক ও উপস্থাপনা নিয়ে ব্যস্ত স্বাগতা


প্রকাশিত: ০২:১৩ এএম, ১২ জানুয়ারি ২০১৫

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা আরও নতুন দুটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন। ‘পালতা হাওয়া’ শিরোনামে গোলাম সোহরাব দোদুলের নির্মাণাধীন এই ধারাবাহিকের শুটিং এ মাসের শেষের দিকে শুরু করবেন তিনি।

এছাড়া মুনতাসির রিপনের পরিচালনায় আরও একটি নতুন নাটকের কাজে হাত দেবেন বলে জানিয়েছেন স্বাগতা।

এ প্রসঙ্গে স্বাগতা বলেন, এখনও হাতে স্ক্রিপ্ট পাইনি। তবে নাটক দুটিরই গল্প নিয়ে কথা হয়েছে। বেশ ভাল লেগেছে। এ মাসের শেষের দিকেই শুটিং শুরু করবো বলে আশা করছি।

ধারাবাহিকের পাশাপাশি স্বাগতা কয়েকটির খণ্ডনাটকের কাজও শেষ করেছেন এরই মধ্যে। এছাড়া অভিনয়ের পাশাপাশি এনটিভিতে ব্যান্ডসংগীত বিষয়ক অনুষ্ঠান ‘পজিটিভ ভাইবস’-র উপস্থাপনা নিয়েও ব্যস্ত আছেন স্বাগতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।