মিসটেক উপস্থাপনায় সাফা


প্রকাশিত: ১১:১৪ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

আবারও উপস্থাপনার খাতায় নাম লেখালেন আলোচিত মডেল-অভিনেত্রী সাফা কবির। এবার সাফা উপস্থাপনা করছেন `মিসটেক` নামের একটি ছোটদের অনুষ্ঠান। এরইমধ্যে আরটিভিতে নিয়মিতভাবে অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে।

এ প্রসঙ্গে সাফা বললেন, `উপস্থাপনাটা আমি বেশ উপভোগ করি। আর এই অনুষ্ঠানটা আরও বেশী উপভোগ করছি কারণ পুরো অনুষ্ঠানটিই ছোটদের নিয়ে। ওদের সাথে কাজ করতে যেয়ে দারুণ মজা পাচ্ছি।`

কথা প্রসঙ্গে সাফা আরও জানালেন এরইমধ্যে তিনি আরো দুটো নতুন বিজ্ঞাপনে কাজ করেছেন। বিজ্ঞাপন দুটো হলো `প্রাণ চকোলেট চিপস` ও `দৈনিক আজকের খবর` পত্রিকার। খুব শীগ্রই বিজ্ঞাপন দুটির প্রচার শুরু হবে।

-পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।