বই লিখছেন শিল্পা


প্রকাশিত: ০৩:২৮ এএম, ২১ জানুয়ারি ২০১৫

অভিনয় নয়, শিল্পার শেঠির আগ্রহ এখন লেখালেখির দিকে। বেশ কিছুদিন ধরে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক একটি বই লেখায় মনোনিবেশ করেছেন তিনি। এতে শরীর সুস্থ থাকার নানা রকম পরামর্শ দেয়া থাকবে বলে সম্প্রতি হিন্দুস্থান টাইমসকে জানিয়েছেন শিল্পা।

তিনি বলেন, অনেকে মনে করেন আমি জন্মগতভাবেই স্লিম। আসলে মোটেও তা নয়। নিজের শারীরিক সৌন্দর্য ঠিক রাখার জন্য প্রচুর পরিশ্রম করেছি এখনও করে যাচ্ছি। আর আমি যে বইটি লিখছি তা মূলত এ বিষয়গুলো নিয়েই। এরই মধ্যে অনেক লেখা অনেক দূর শেষ করেছি। পুরোটা শেষ করতে আরও কিছু সময় লাগবে।

১৯৯৩ সালে ‘বাজিগর’ ছবির মধ্য দিয়ে বলিউডে নাম লেখান শিল্পা। এক সময়ের পর্দা কাঁপানো এ নায়িকা আপাতত কোনো ছবিতে অভিনয় করছেন না। গত বছর একটি ছবিতে অতিথি চরিত্রে দেখা গেলেও একমাত্র ছেলে বড় না হওয়া পর্যন্ত আর কোনো কাজ করবেন না বলেও জানান শিল্পা। তবে এ বছর না হলেও আগামী বছরের দিকে বলিউড ছবিতে ফের আসছেন এমন প্রত্যাশার কথাও ব্যক্ত করেছেন তিনি।

ক্যারিয়ারের শুরু থেকেই অসাধারণ সব চরিত্রে অভিনয় করে দর্শক আলোচনায় ছিলেন তিনি। ধারকান, লালবাদশা, দাস’সহ অনেক ব্যবসা সফল ছবির সফল নায়িকা শিল্পা।

এইচএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।