ভালোবাসার কথা বলবেন নীরব-ঋদ্ধি
ভালোবাসার কথা রেডিওতে বলবেন অভিনেতা নীরব ও তার স্ত্রী তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি। বিয়ের পর এই প্রথম বার তারা একসঙ্গে একটি রেডিও স্টেশনে আসছেন।
রেডিও স্বাধীনে বৃহস্পতিবার রাত ১১টায় সরাসরি কথা বলবেন তারা। `উড়াধূড়া ভালোবাসা` নামের অনুষ্ঠানাটি উপস্থাপনা করবেন কায়নাত খান। এ প্রসঙ্গে নীরব বলেন, এই প্রথম কোনো রেডিওর অনুষ্ঠানে উপস্থিত হচ্ছি। আমাদের ভালোবাসার অভিজ্ঞতার কথা জানাব ওই অনুষ্ঠানে। তিনি বলেন, ভালোবাসার পাশাপাশি আমাদের নিজস্ব অনেক অজানা কথাও শুনবেন শ্রোতারা।
উল্লেখ্য, সম্প্রতি অনেকটা চুপিসারেই বিয়ের পিঁড়িতে বসেন তারা। এ নিয়ে ঋদ্ধির বাবার অভিযোগ `তুলে` নিয়ে নীরব তাকে বিয়ে করেছেন। অবশ্য পাত্রী ঋদ্ধি জানিয়েছেন জোর করে নয়, স্বেচ্ছায় ঘর বেঁধেছেন তারা।
এইচএন