নিপুণের মানসিক জটিলতা
নিপুণ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। ছেলেদের সঙ্গে সহজভাবে মিশতে পারে না তিনি। এমনকি চোখে চোখ রেখে কথা বলতে পারে না। এদিকে পরিবার থেকে যেসব বিয়ের প্রস্তাব তা নিপুণের পছন্দ হয়না। এমন অবস্থায় হঠাৎ প্রেমে পড়েছে তিনি। সেটাও চার বছরের ছোট এক ছেলের। বিষয়টি নিয়ে তিনি নিজেও দ্বিধায় রয়েছেন। মানসিক জটিলতায় ভুগতে ভুগতে এক পর্যায়ে নিপুণ দেখা করে একজন মহিলা কাউন্সিলরের সঙ্গে।
একদিন এ কাউন্সিল নিপুণের কাছে জানতে পারেন ছেলেটির নাম শাওন। নাম শুনে মহিলা আঁতকে ওঠে তিনি। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে। তবে এই ঘটনাটি সত্য নয়, এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে দুইয়ে দুইয়ে পাঁচ শিরোনামের একটি নাটক।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন-অভিনেত্রী নিপুণ। নিপুণ ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নীরব, পারভীন সুলতানা দিতিসহ অনেকেই। আজ ২৪ জানুয়ারি, শনিবার রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে। এটি রচনা ও পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।