ভিট-চ্যানেল আই টপ মডেল মিথিলা
`ভিট-চ্যানেল আই টপ মডেল-২০১৪` খেতাব জিতে নিয়েছেন সুমাইয়া আঞ্জুম মিথিলা। মিথিলা গাজীপুরের মেয়ে। প্রথম রানারআপ হয়েছেন ঢাকার সাদিয়া ইসলাম লামিয়া এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন জান্নাতুন নূর মুন। তিনিও ঢাকার মেয়ে। তাঁরা পেয়েছেন যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা। শুক্রবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান।
প্রথম বিজয়ীর জন্য আরো থাকছে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ। এ ছাড়া সব বিজয়ীর জন্য রয়েছে চ্যানেল আইয়ের জন্য ধারাবাহিক ও খণ্ড নাটকে অভিনয় এবং চ্যানেল আইয়ের বিভিন্ন ইভেন্টে পারফরম্যান্সের সুযোগ। চূড়ান্ত লড়াইয়ে টিকে ছিলেন সেরা পাঁচ প্রতিযোগী সুমাইয়া আঞ্জুম মিথিলা, জান্নাতুন নূর মুন, জেবা আনিকা, সাদিয়া ইসলাম লামিয়া ও চন্দ্র মনি তালুকদার । তাঁদের নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ ও পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, রেকিট বেনকিজার বাংলাদেশ শ্রীলঙ্কা ক্লাস্টারের সিইও এবং ফিন্যান্স ডিরেক্টর নয়ন রঞ্জন মুখার্জী, রেকিট বেনকিজার বাংলাদেশের সেলস ডিরেক্টর কাজী আরিফ জামান, ভিট-চ্যানেল আই টপ মডেল হাসিন ও আশা, অতিথি বিচারক শামীম আহমেদ, প্রতিযোগিতার প্রধান তিন বিচারক নোবেল, তানিয়া আহমেদ ও কানিজ আলমাস খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রেকিট বেনকিজার বাংলাদেশ শ্রীলঙ্কা ক্লাস্টারের সিইও এবং ফিন্যান্স ডিরেক্টর নয়ন রঞ্জন মুখার্জী এবং আগামীর তারকাদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।
এবারের ভিট মিস বিউটিফুল স্কিন হয়েছেন চন্দ্র মনি তালুকদার, ভিট মিস বিউটিফুল স্মাইল হয়েছেন জেবা আনিকা এবং ভিট মিস কনজিয়েলিটি হয়েছেন মুসরাত জাহান তন্বী। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ডেপুটি জিএম (ক্রিয়েটিভ) রুমানা রশিদ ঈশিতা, রেকিট বেনকিজার বাংলাদেশে এইচআর ডিরেক্টর ফাইজা আনসারী ও মার্কেটিং ম্যানেজার ফারিয়া ইয়াসমিন। প্রতিযোগিতাটির পরিকল্পনা করেন রুমানা রশিদ ঈশিতা। উপস্থাপনা করেছেন সিজিল মির্জা। পরিচালনা করেন তাহের শিপন ও ঈশিতা।
উল্লেখ্য, সারা দেশ থেকে রেজিস্ট্রেশন করা হাজার হাজার প্রতিযোগী থেকে প্রথমে ঢাকায় আসার জন্য নির্বাচিত হন ২৫০ জন প্রতিযোগী। তাঁদের মধ্য থেকে পর্যায়ক্রমে নির্বাচিত হন সেরা ৮০, সেরা ৫০ এবং সর্বশেষ সেরা ২০ জন প্রতিযোগী। নির্বাচিত ২০ প্রতিযোগীকে নিয়ে গত বছর নভেম্বরে শুরু হয় ক্যাম্প রাউন্ড। প্রাথমিকভাবে নির্বাচিতরা ধাপে ধাপে চূড়ান্ত পর্যায়ের জন্য উত্তীর্ণ হন। তাদের নিয়ে শুরু হয় মূল প্রতিযোগিতা। প্রতিযোগীদের কোরিওগ্রাফি ও গ্রুমিংয়ের দায়িত্বে ছিলেন সানজিদা হক আরেফিন লুনা।
এইচএন