সোহার বিয়ে আজ
পাঁচ বছরের প্রেমের সফল পরিণতি স্বরূপ আজ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সোহা আলী খান ও কুনাল খেমু। ২০০৯ সালে `নাইনটি নাইন` ছবিতে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন এ দুই তারকা। গেল বছরের শেষ দিকে প্যারিসে বাগদান সম্পন্ন করেন তারা।
ভাই সাইফ আলী খানের বিয়ে নবাবি ধারায় হলেও নিজের বিয়েটি একেবারেই ঘরোয়াভাবেই করতে চান সোহা। তিনি বলেন, `মা, ভাই-ভাবি, বোন ও খুব কাছের বন্ধুরাই থাকবে বিয়েতে। আত্মীয়দের মধ্যে একেবারেই ঘনিষ্ঠদের শুধু বলা হয়েছে।` বিয়ে ঘনিয়ে এলেও এখনো বিয়ের পোশাকটি ঠিক করতে পারেননি সোহা।
ঐতিহ্যবাহী পারিবারিক বিয়ের পোশাকটি পরবেন কি না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, `না, সেই লেহেঙ্গাটি বাড়ির ছেলের বিয়ের জন্য। আমার দাদি তাঁর বিয়ের সময়ে পরেছিলেন। এরপর মা এবং দুই বছর আগে ভাবি (কারিনা কাপুর )। এটা এখন ইব্রাহিমের (সাইফের ছেলে) ভবিষ্যৎ স্ত্রীর জন্য তুলে রাখা হয়েছে।`
এইচএন