ভালবাসা দিবসের নাটকে তিশা
ভালবাসা দিবসকে সামনে রেখে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন একাধিক নাটকে। এর মধ্যে রয়েছে সাগর জাহানের রচনা ও রতন দীপনের পরিচালনায় ‘বৃষ্টি ভেজা ভালোবাসা’, ইমেল হকের ‘টিউন অব লাভ’ এবং লিটু সাখাওয়াতের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় ‘তুমি আছো তুমি নেই’।
নাটকগুলোর প্রথম দুটিতে তিশার সহশিল্পী হিসেবে রয়েছেন নিশো। অন্যটিতে চিত্রনায়ক রিয়াজের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন।
ভালবাসা দিবসের এ ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, অনেক সুন্দর গল্প নিয়ে নাটকগুলো নির্মাণ হয়েছে। এ নাটক ছাড়াও আনিসুল হকের গল্প অবলম্বনে সকাল আহমেদের পরিচালনায় ‘খেয়া’ ধারাবাহিকে অভিনয় করছেন তিশা।
টিভি নাটকে নিয়মিত হলেও এখন এ মাধ্যমে কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী। অবশ্য এর কারণও রয়েছে। বর্তমানে তিশা ‘মেন্টাল’ ছবিতে অভিনয় নিয়ে বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত বছরের ডিসেম্বর মাসে ছবিটির শুটিং শুরু হয়েছে। আর এর মধ্য দিয়েই তিশা এবারই প্রথম ঢালিউডের কিং খান শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ছবিটি একেবারে ভিন্ন ধাঁচের। আমার আগের ছবিগুলো দর্শক দেখেছেন। এবার নতুনরূপে দেখবেন এমনটাই প্রত্যাশা। আর ছবিতে শাকিব খানের সঙ্গে এবারই প্রথম অভিনয় করছি। তিনি নিঃসন্দেহে ভাল অভিনেতা।
এইচএন