মল্লিকার নতুন ঠিকানা


প্রকাশিত: ০৩:০৬ এএম, ২৫ জানুয়ারি ২০১৫

বিশেষ কোন উপলক্ষ কিংবা রিয়েলিটি শো’র কাজ না থাকলে ভারতে আসা হয় না লিউড তারকা মল্লিকা শেরাওয়াতের। বছরজুড়ে আমেরিকাতেই থাকা যেন তার নেশায় পরিণত হয়েছে।

এ নিয়ে সমালোচনাও কিন্তু কম হয় না। দেশে অভিনয় করার সুযোগ আছে, শো করতে চাইলেই করতে পারেন। তাহলে কেন মার্কিন মুল্লুকে পড়ে থাকা মল্লিকার?

অনেকের ধারণা, আমেরিকায় বাকি জীবনটা কাটিয়ে দেবেন এ অভিনেত্রী। সাম্প্রতিক সময়ের তার চলাফেরায় নজর দিলে অন্তত সেটাই বোঝা যায়। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার দেখা পেয়েছেন মল্লিকা। শুধু তাই নয়, কথাও বলেছেন তার সঙ্গে।

এ নিয়ে  হিন্দুস্তান টাইমসে তিনি বলেন, সত্যিই আমি খুব সৌভাগ্যবান। মল্লিকার এমন কথাতে অনেকেরই করা ধারণাটা এখন বলতে গেলে পরিষ্কার হয়ে গেছে বলা চলে। ভারতে নয়, পাকাপাকিভাবে আমেরিকায় স্থায়ী হওয়াই তার একমাত্র লক্ষ্য।

এইচএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।