ভালোবাসা দিবসে ভালোবাসা আনলিমিটেড


প্রকাশিত: ০৪:৪৫ এএম, ২৭ জানুয়ারি ২০১৫

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হলো টেলিছবি `ভালোবাসা আনলিমিটেড`। ইভান রেহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শবনম ফারিয়া, সিয়াম আহমেদ ও এমিলি জান্নাত।

তারুণ্যের উচ্ছ্বাস, ভালোলাগা ও ভালোবাসার নানা ঘটনা নিয়ে এর গল্প।

শবনম ফারিয়া বলেন, `আমাদের জীবনের গল্পের সঙ্গে এর অনেক মিল রয়েছে। আর এমিলি ও সিয়ামের সঙ্গে এটা আমার প্রথম কাজ। অনেক উপভোগ করেছি কাজটি করে। আশা করছি দর্শকদের ভালো লাগবে এটি।`

ভালোবাসা দিবসে টেলিছবিটি এশিয়ান টিভিতে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

এইচএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।