অনলাইনে মেহরীনের গান
অনলাইনে কয়েকটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় পপশিল্পী মেহরীন। স্টেজশোর পাশাপাশি বর্তমানে তিনি গানগুলো তৈরির কাজ নিয়ে ব্যস্ত আছেন।
জানা গেছে, নতুন এ গানগুলোর কথা মেহরীন নিজেই লিখেছেন। তবে বিভিন্ন সুরকারের সুর-সঙ্গীতে এগুলো তৈরি হচ্ছে।
এ প্রসঙ্গে মেহরীন বলেন, `এ মুহূর্তে পূর্ণাঙ্গ একক অ্যালবাম প্রকাশের কোনো ইচ্ছে নেই। অডিও বাজারের অবস্থা মোটেও ভালো নয়। সিডি প্রকাশ করে ক্ষতির মুখোমুখি হতে চাই না। তাই অনলাইনে গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।`
এদিকে অ্যালবাম প্রকাশ নিয়ে কিছুদিন আগে ভক্ত-শ্রোতাদের কাছে বিশেষ পরামর্শ চেয়েছিলেন মেহরীন। ভক্তদের উদ্দেশ্যে তিনি তার ফেসবুক ফ্যানপেজে লিখেন `বুদ্ধি চাই`। এ বিষয়ে ভক্ত-শ্রোতারা তাকে বিভিন্ন পরামর্শও দিয়েছেন।
এ প্রসঙ্গে মেহরীন বলেন, `নতুন একক অ্যালবাম প্রকাশ করব, কি করব না, এ নিয়ে দোটানার মধ্যে ছিলাম। তাই ভক্ত-শ্রোতাদের কাছে বুদ্ধি চেয়েছিলাম। তাদের অনেকেই অনলাইনে গান প্রকাশের বিষয়ে পরামর্শ দিয়েছেন।`
অন্যদিকে প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানি এবং ভারতীয় শ্রমিকদের জন্য আয়োজিত কনসার্টে গান গাইবেন মেহরীন ও অরিজিৎ সিং। ২৮ ফেব্রুয়ারি কনসার্টটি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। এর আয়োজন করছে বে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।
এইচএন/এমএস