জহির রায়হানের ছবি নিয়ে উৎসব


প্রকাশিত: ০৪:১০ এএম, ৩০ জানুয়ারি ২০১৫

আজ কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার জহির রায়হানের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। তিন দিনের এই আয়োজনে দেখানো হবে জহির রায়হানের পাঁচটি চলচ্চিত্র।

আজ রাত ৭টায় থাকবে `কাঁচের দেয়াল`। শনিবার বিকেল সাড়ে ৪টায় `আনোয়ারা` ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে `বেহুলা`। রবিবার সন্ধ্যা ৬টায় `স্টপ জেনোসাইড` ও সাড়ে ৬টায় থাকবে `জীবন থেকে নেয়া`। একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে ছবিগুলো।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।