বিটিভিতে মনের জানালা
বিটিভিতে আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক `মনের জানালা`। ইরানি বিশ্বাসের রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন অপূর্ব, সনি রহমান, লাক্স তারকা ইশানা প্রমুখ।
প্রেমের কাহিনী নিয়ে রচিত নাটকটিতে উঠে এসেছে জীবনের নানা বাস্তবতা আর পাওয়া না পাওয়ার গল্প। সনি রহমান বলেন, `গ্রামীণ পটভূমিতে নির্মিত নাটকটির গল্পটা বেশ সাবলীল। বেশ ভালো লেগেছে কাজ করে।`
ইশানা বলেন, `আমরা চেষ্টা করেছি একটা সুন্দর নাটক উপহার দিতে। এবার দর্শকদের ভালো লাগলেই আমাদের শ্রম সার্থক হবে।` নাটকটি প্রচারিত হবে প্রতি রোববার রাত ৯টায়।
এইচএন/আরআইপি