জলসার গান গাইলেন সাবিনা


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

ভক্ত-শ্রোতাদের জন্য চমক নিয়ে আসছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। `অন্ধগলি` নামের একটি চলচ্চিত্রে তিনি জলসার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। `প্রেম মানে ভিতর-বাহির পুড়ে যাওয়া/ভালোবাসা বুকে নিয়ে ধুঁকে ধুঁকে মরে যাওয়া` শহীদুল্লাহ ফরায়জীর লেখা এই গানটির সুর ও সঙ্গীত করেছেন আলাউদ্দীন আলী।

এ সম্পর্কে সাবিনা ইয়াসমিন বলেন, `এই গানটি নতুন বছরের প্রথম প্লে-ব্যাক। এর মাধ্যমে দীর্ঘদিন পর জলসার গান গাইলাম। সাধারণত এ ধরনের গান খুব একটা গাওয়া হয় না। গানের কথাগুলো চমৎকার বলে কণ্ঠ দিতে রাজি হয়েছি। এছাড়া আমার ভক্ত-শ্রোতাদের নতুন বছরে ভিন্ন কিছু উপহার দেয়ার ইচ্ছাটাও পূরণ হয়েছে।`

এদিকে, সাবিনা দেশাত্মবোধক গানের অ্যালবাম তৈরির আয়োজন শুরু করেছেন। এছাড়া আশির দশকে তার গাওয়া দেশের গানগুলো নতুন সঙ্গীতায়োজনে একটি অ্যালবাম তৈরির পরিকল্পনা রয়েছে।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।