জ্যাকলিনের সুসময়


প্রকাশিত: ০৪:১০ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

জ্যাকলিন ফার্নান্দেজের বৃহস্পতি এখন তুঙ্গে। একের পর এক নতুন ছবিতে অভিনয় করে চলেছেন শ্রীলংকান বংশোদ্ভূত এই বলিউড অভিনেত্রী। ইতিমধ্যে ৪টি ছবির শুটিং শেষ করেছেন। এগুলো হচ্ছে `রয়`, `বেঙ্গিস্থান`, `ডেফিনেশন অব ফিয়ার` ও `অ্যাকর্ডিং টু ম্যাথিউ`। এছাড়া তার হাতে আরো দুটি ছবি রয়েছে। অচিরেই সেগুলোর শুটিং শুরু করবেন তিনি।

২৯ বছর বয়সী জ্যাকলিন গত বছর সালমান খানের বিপরীতে `কিক` ছবিতে অভিনয় করে দারুণ সফলতা পান। তারই ধারাবাহিকতায় একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন তিনি।

আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে তার অভিনীত `রয়` ছবিটি মুক্তি পাচ্ছে। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবিতে জ্যাকলিন বেশ খোলামেলা পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন। বর্তমানে `রয়` ছবির প্রচারণা চালাচ্ছেন `কিক`খ্যাত এই অভিনেত্রী। পাশাপাশি ক্রিকেটার আজহারউদ্দিনের জীবনীভিত্তিক নতুন ছবির জন্যও নিজেকে প্রস্তুত করছেন। এতে তাকে সঙ্গীতা বিজলানির চরিত্রে দেখা যাবে।

এ সম্পর্কে জ্যাকলিন বলেন, `আমি তার (সঙ্গীতা বিজলানি) একাধিক ছবি দেখেছি। তাছাড়া আজহারউদ্দিন এবং তার দাম্পত্য জীবন ও কলহ সম্পর্কেও জেনেছি। সব মিলিয়ে আমি এই চরিত্রে কাজ করার জন্য প্রস্তুত রয়েছি।`

এদিকে, জ্যাকলিনের `বেঙ্গিস্থান`, `ডেফিনেশন অব ফিয়ার` ও `অ্যাকর্ডিং টু ম্যাথিউ` শীর্ষক ছবিও এ বছরই মুক্তি পাবে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।