নারী দিবসে মুক্তি পাচ্ছে প্রতিচ্ছবি (ভিডিও)


প্রকাশিত: ০৬:১১ এএম, ০৫ মার্চ ২০১৫

যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এই পেশা চলছে। সব সময়ই এই পেশাকে অন্য চোখে দেখা হয়। আর এই পেশার সাথে যারা যুক্ত আছেন তাদের রাখা হয় সমাজের নিকৃষ্টতম স্থানে। এই পেশার নাম - পতিতাবৃত্তি।

আধুনিকতায় পতিতাবৃত্তির ধরণ, রকমের অনেক পরিবর্তন হয়েছে। উপরের তলার পতিতাদের এখন সম্মান করা হয়। তাদের এই বিষয়কে স্টাইল কিংবা ফ্যাশন হিসেবে ধরা হয়।

তবে আজও যারা পেটের তাগিদে কাজটা করে যাচ্ছেন তাদের কেবলই অবহেলিত। উপর আর নীচ তলার এই পার্থক্য নিয়ে শেকড় আহমেদ নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “প্রতিচ্ছবি - Social illusion”।

২ মিনিটের এই চলচ্চিত্রটি আসছে নারী দিবসে (৮ মার্চ) অনলাইনে মুক্তি দেওয়া হবে। ইউভি ফিল্ম এর প্রযোজনায় প্রতিচ্ছবিতে অভিনয় করেছেন তামান্না শুদ্ধতা, লিভা, তানভির তমাল, ফখরুল মজুমদার, এনা, সৈকত ইসলামসহ আরও অনেকে।

ভিডিওচিত্র ধারণ করেন বিকাশ সাহা। দর্শকরা film.uv.com.bd/socialillusion এই ওয়েবসাইটে চলচ্চিত্রটি বিনামূল্যে দেখতে পাবেন।



এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।