নতুন ছবিতে আস্থা সারা জেরিনের


প্রকাশিত: ০৪:০৩ এএম, ০৯ মার্চ ২০১৫

বেশ কিছুদিন ধরেই সারা জেরিন ধীরে ধীরে আলোচনায় আসছেন। না কোন কাজের আলোচনায় নয়। তার এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ছবিগুলো খুব বেশী আলোচিত হয়নি। এখন শেষ পর্যন্ত তাকে নিয়ে নির্মাতারা কতটুকু ভাববেন সেই নিয়ে এই আলোচনা। এর মধ্যেও সুখের খবর হলো  সারা জেরিন আবারো বড় পর্দায় কাজ করছেন।

এ জে রানা পরিচালিত তোমার জন্য মন কান্দে ছবিটি নিয়ে এ সপ্তাহেই বড় পর্দায় দেখতে পারবে সিনেমা দর্শকরা। এই ছবিতে তাকে দেখা যাবে সাইমন-এর বিপরীতে। দীর্ঘদিন ধরেই নতুন কোন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হননি এই নায়িকা। তবে চলচ্চিত্র অঙ্গনের অনেকে মনে করছেন এই ছবির মাধ্যমে আবারো অভিনয়ে নিয়মিত হবেন সারা।  সারা জেরিন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো  জি `হুজুর`, `অন্য রকম ভালোবাসা`,`রোমিও ২০১৩`।

এমজেড/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।