৫০০তম পর্বে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে


প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৭ মার্চ ২০১৫

হাটি হাটি পাঁ পাঁ করে ৫০০তম পর্বে পা বাড়াল শিশুতোষ অনুষ্ঠান "প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে"। বেসরকারি টেলিভিশন চ্যালেন এনটিভিতে শিশুদের জন্য স্কুল ভিত্তিক অনুষ্ঠানটি শুরু হয় ১১ বছর আগে।

২০০৪ সালে শুরু হওয়া স্কুল পড়ুয়া ক্ষুদে শিক্ষার্থীদের ভালোবাসার অনুষ্ঠান, নিজেকে চেনা-জানার অনুষ্ঠান, মন খুলে কথা বলার অনুষ্ঠান "প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে" এর স্পন্সর হিসেবে রয়েছে দেশে অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ আরএফএল এর প্রাণ জুনিয়র ব্র্যান্ড।

মঙ্গলবার রাজধানীর বটমূলি হোমস বালিকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেলে ৫০০ তম পর্বের পদার্পন অনুষ্ঠান ও এর চিত্র ধারণ।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এতে যোগ দেন প্রধান অতিথি হিসেবে। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা নেচে গেয়ে এতে অংশ নেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ, প্রাণ জুনিয়র এর ব্র্যান্ড ম্যানেজার রেজওয়ানুল ইসলামসহ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে অনুষ্ঠানের পরিচালক মুজাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, টিফিনের ফাকে স্কুল ভিত্তিক শিশুতোষ অনুষ্ঠান ২০০৪ সালের ২ জানুয়ারি এনটিভির পর্দায় যাত্রা শুরু করে। ঢাকার খ্যাতনামা সেন্ট গ্রেগরি হাই স্কুলে প্রথম পর্ব ধারণ করা হয়। এরপর টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যাত্রা করে টিফিনের ফাঁকে।

প্রাণ ব্র্যান্ড স্পন্সর হিসেবে অনুষ্ঠানটির সঙ্গে থাকায় তিনি ধন্যবাদ জানান।

এসময় ইনু বলেন, টেলিভিশনগুলোতে শিশুতোষ অনুষ্ঠান বাড়াতে হবে। আমি বেসরকারি টেলিভিশনগুলোকে চিঠি দিয়ে শিশুদের জন্য অনুষ্ঠান বাড়াতে অনুরোধ করব। আশা করব, প্রাণ  আরএফএল এর মতো বড় কোম্পানীগুলো অনুষ্ঠান তৈরিতে এগিয়ে আসবে।

তথ্যমন্ত্রী ক্ষুদে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ১৯৭১, নারী পুরুষের বৈষম্য, হানাহানি, বাল্য বিবাহ নিয়ে সচেতন হওয়ার কথা বলেন।

এসময় রেজওয়ানুল ইসলাম বলেন,  শিশুদের এই বিশেষ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে প্রাণ কৃতজ্ঞ। কারণ এই শিশুরাই দেশের ভবিষ্যৎ।

এসময় তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক কার্টুন তৈরিতে প্রাণ আরএফএল এর সহায়তা প্রত্যাশা করেন।

আয়োজকরা জানান, দীর্ঘ ১১ বছরের পথ চলায় "প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে" শত শত স্কুলের লাখো শিক্ষার্থীর ভালোবাসার, পাশে থাকার, বিনোদনের, নিজেকে চেনার, জানার, মন খুলে কথা বলার, নতুন পুরনোর মিলনমেলার নাম অন্য রকম পাঠশালা হয়ে ওঠেছে। ৫০০তম পর্বটি আগামী ২০ মার্চ এনটিভিতে প্রচারিত হবে বলে জানা গেছে।

এসএ/এআরএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।