হৃদয় দোলানো প্রেম নিয়ে আচল (ভিডিও)


প্রকাশিত: ০৬:১১ এএম, ২১ মার্চ ২০১৫

আগামী ২৭ মার্চ আলোচিত চিত্রনায়িকা আচল চলতি বছরের তার অভিনীত প্রথম ছবি নিয়ে বড় পর্দায় আসছেন। ‘হৃদয় দোলানো প্রেম’ শিরোনামে ছবিটি পরিচালনা করেছেন আবুল কালাম আজাদ। এ ছবিতে চিত্রনায়িকা আচলের বিপরীতে অভিনয় করেছেন নবাগত ফাহিম চৌধুরী ও আশিক।

এ প্রসঙ্গে আচল বললেন, ‘এটি আমার অভিনীত এই বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি হতে যাচ্ছে। ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী। দর্শকরা বরাবরের মতো এই ছবিতেও আমাকে সমর্থন দিবেন বলে আশা রাখছি।’

ছবিটিতে আরও অভিনয় করেছেন অঞ্জলি, রেহানা জলি, সুচরিতা, জেভিনসহ আরো অনেকে। প্রযোজনা সংস্থা টোকিও মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। এদিকে এপ্রিল মাসের ১০ তারিখে আচল অভিনীত ‘গুন্ডা’ দ্য টেরোরিষ্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গেল বছর আচল অভিনীত ‘কিস্তিমাত’ ও ‘স্বপ্ন যে তুই’ ছবি দুটি মুক্তির পর ব্যাপকভাবে আলোচিত হন তিনি।


এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।