ঐশ্বরিয়ার সঙ্গে সানি লিওনের তুলনা নেই (ভিডিও)
হাম দিল দে চুকে সনম সিনেমায় ঐশ্বরিয়া বচ্চনের ‘ঢোলি তারো ঢোল বাজে’ গানের নতুন সংস্করণে নেচেছেন সানি লিওন। পূর্বের সুপারহিট গানের সঙ্গে তাঁর নতুন ছবি এক পহেলি লীলা-র গানে কোনও মিল নেই। তাই ঐশ্বর্যর সঙ্গে তাঁর তুলনা করা একেবারেই পছন্দ নয় সানি লিওনের।
এই গান সিনেমায় থাকবে শুনে খুব নার্ভাস লাগছিল সানির। সম্প্রতি লীলা ছবির ওই গানের ভিডিও প্রকাশ হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত গান সম্পর্কে দর্শকরা কী ভাবছেন তা জানার চেষ্টাও করেননি সানি।
তিনি এতটাই ভয় পেয়েছেন যে, তাঁর মনে হয়েছে কিছু না শোনাই ভালো। এই গানে পারফর্ম করার আগে সানি সালমন খান ও ঐশ্বরিয়ার পারফরম্যান্স দেখেছিলেন। আর এটাই তাঁকে আরও চাপে ফেলে দিয়েছিল।
এখন সানির আশা, দর্শকরা তাঁর পারফম্যান্সে খুশি হবেন। আর এতেই তিনি খুশি হবেন। উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল সানির নতুন সিনেমা মুক্তি পাবে।
এএ