সালমান এবার সমাজকর্মী হেনস্থার মামলায়


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১২ এপ্রিল ২০১৫

গাড়ি চাপা দিয়ে খুনের মামলা নিয়ে আলোচনায় থাকা বলিউড তারকা সালমান খান এবার নতুন মামলায় জড়ালেন। তার বিরুদ্ধে গেল বছর শারীরিক হেনস্থার মামলা করেছিলেন এক সমাজকর্মী। সেই মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন মুম্বাই হাইকোর্টের ম্যাজিস্ট্রেট এ ডি লোখান্ডে।

সমাজকর্মী রবীন্দ্র দ্বিবেদী অভিযোগ করেন, গত নভেম্বর মাসে মুম্বই বিমানবন্দরে তাকে শারীরিক ভাবে হেনস্থা করেন সালমান। দ্বিবেদী জানিয়েছেন, ‘আমার কাছে বর্ষীয়ান বিজেপি নেতা গোপীনাথ মুন্ডের মৃত্যু সংক্রান্ত কিছু প্রয়োজনীয় নথি ছিল। সলমন আমার কাছে থেকে সেইসব নথি কেড়ে নেওয়ার জন্য ওর বডিগার্ডদের নির্দেশ দেয়। ওর বডিগার্ডরা আমার কাছ থেকে সেইসব নথি কেড়ে নেন।’

দ্বিবেদীর করা মামলার যথেষ্ট ভিত্তি থাকায় বিমান বন্দর থানার পুলিশকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট এ ডি লোখান্ডে।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।