কাল হ্যাপির বিয়ে


প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২১ এপ্রিল ২০১৫

ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে আলোচিত হয়ে ওঠা চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি বিয়ে করছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তিনি নিজেই।

স্ট্যাটাসে হ্যাপি লিখেছেন- ‘২৩ এপ্রিল, আমার বিয়ে। প্রোগ্রাম ৭টা থেকে।@ গুলশান-১।’



তবে কার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সে বিষয়ে কিছু লেখেননি এ অভিনেত্রী। বিস্তারিত জানতে হ্যাপির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করার পর ব্যাপক আলোচিত হয়েছেন মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। তিনি এখন আবার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কাশেম মন্ডল পরিচালিত হ্যাপির নতুন ছবির নাম ‘নীলদৃষ্টি’।

২০১৩ সালে মোস্তাফিজুর রহমান মানিকের কিছু আশা কিছু ভালোবাসা চলচ্চিত্রটির মাধ্যমে হ্যাপির চলচ্চিত্রে অভিষেক হয়। তারপর বদরুল আমিনের রিয়েলম্যান, মুশফিকুর রহমান গুলজারের লাল সবুজের সুর, মেজবাহ শিকদারের অন্যরকম, জামশেদুর রহমানের ছন্দপতন চলচ্চিত্রে কাজ করেন এ অভিনেত্রী। এ ছাড়া কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। হ্যাপির গ্রামের বাড়ি খুলনা।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।