নতুন বৌঠানের ট্রেলার প্রকাশ (ভিডিও)
বিখ্যাত ঠাকুর বাড়ির ছাদের রাজ্যে যিনি নামিয়ে এনেছিলেন নতুন ঋতু, নতুন মায়ার বাঁধন তিনি রবি ঠাকুর। নিজের নতুন বৌঠানকে নিয়ে জন্ম দিয়েছেন বাংলার অলিন্দে মানব-মানবীর সম্পর্কের এক নতুন অধ্যায়।
সে যাই হোক। আমরা জেনেছি, অভিমান আর গ্লানির ভার নীরবে সইতে না পেরে কবিকে একদিন ছেড়ে চলে গিয়েছিলেন আচমকাই; তার মিষ্টি নতুন বৌঠান কাদম্বরী দেবী। কিন্তু কবি আর তার বৌঠান বাঙালিকে ছেড়ে যায়নি আজও। বইয়ে, পত্রিকায়, প্রবন্ধে বারেবারে ফিরে এসেছে তাদের সম্পর্কের সাত মিশালী। ঘরে ঘরে দেবরদের সাথে রচিত হয়েছে বৌদিবাজির বহু মুখরোচক কাহিনী।
এবার সিনেমাতেও রবি আর তার বৌঠানকে তুলে আনছেন পরিচালক সুমন ঘোষ। পরমব্রত চট্টোপাধ্যায় এবং কঙ্কণা সেনশর্মাকে নিয়ে তাঁর ছবি ‘কাদম্বরী’। সম্প্রতি মুক্তি পেল সে ছবির ট্রেলারটি।
‘জীবনস্মৃতি’ বা ‘ছেলেবেলা’র পাতায় কবি নিজেই জানিয়ে গেছেন নতুন বৌঠানের সঙ্গে তার কাটানো দিনগুলির কথা। ছাদের রাজ্যে খেলাঘর, নতুন বৌঠানের কাছে তাঁর উপদ্রব, গঙ্গাবক্ষের দিনগুলি, সাহিত্য চর্চা ইত্যাদি। কিন্তু এ সবের বাইরে কাদম্বরীর জীবনের এক ট্র্যাজেডি থেকে গেছে।
ঠাকুরবাড়ির বাজারসরকারের মেয়ে থেকে সে বাড়ির বউয়ের মর্যাদা পেয়েছিলেন বটে, কিন্তু সে মর্যাদা সুখের তো হয়ইনি, বরং তাই-ই তাংর নারী জীবনে পথের কাঁটা হয়েছিল। স্বামী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কোনওদিনই বয়সে অনেক ছোট এবং শিক্ষা-সংস্কৃতিতে অসমকক্ষ স্ত্রীকে মানতে পারেননি।
নিজেকে ঠাকুরবাড়ির উপযুক্ত করে যেদিন তৈরি করে নিয়েছিলেন সেদিন স্বামী অনেক দূরে। শোনা যায় প্রখ্যাত অভিনেত্রী বিনোদিনীর প্রেমে পড়েছিলেন রবি ঠাকুরের জ্যোতিদাদা। কাদম্বরীর একাকীত্বের একমাত্র সঙ্গী ছিলেন তরুণ রবি। স্বভাবতই এক বন্ধন তাদের মধ্যে গড়ে ওঠে।
সে নিয়ে সেকালে কম চর্চা হয়নি; আজও হয়। বাড়ির বদনামের ভয়ে রবীন্দ্রনাথের বিয়ে দিয়ে দেওয়া হয়। তার বিয়ের চারমাসের মধ্যে আত্মহত্যা করেন কাদম্বরী দেবী। বুঝতে বাকী থাকে না, এ প্রিয়জন হারানোরই অভিমান। এবার সেই দৃশ্যগুলোই দেখবেন সেলুলয়েডের রঙিন ফিতেয়। তার জন্য অপেক্ষঅ করতে হবে ৮ মে অবধি।
আপাতত ট্রেলারে দেখুন রবি আর তার নতুন বৌঠানের সিনেমার রুপ। রবীন্দ্রনাথের ভূমিকায় পরমব্রত আপনার মন ভরাবেই। আর বৌঠান হিসেবে কঙ্কণা- প্রেম জাগবেই মনে।
এলএ/পিআর