শহীদ কাপুরের নায়িকা শচীনের মেয়ে
সত্যি তাই। নড়েচড়ে বসার মতোই খবর। সব গুঞ্জনকে গুডবাই জানিয়ে অবশেষে সিনেমায় নামছেন ক্রিকেটের ঈশ্বরখ্যাত শচীন টেন্ডুলকারের মেয়ে সারা। আর তার অভিষেক হচ্ছে বলিউড হার্টথ্রুব শহীদ কাপুরের নায়িকা হিসেবেই।
ইন্ডিয়া টিভি সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এমন গুজব শোনা যাচ্ছে। এর মধ্যে একটি সূত্র নিশ্চিত করে বলছে, ‘হায়দার’ খ্যাত শহীদ কাপুরের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন সারা। কে হবেন ছবির পরিচালক, কী হবে ছবির নাম সেসব এখনও চূড়ান্ত হয়নি।
এর আগে বাবা শচীন ও মা অঞ্জলির সঙ্গে বিভিন্ন ক্রিকেট ম্যাচে উপস্থিত হয়ে লাইমলাইটে আসেন সারা। সেখানেই তার গ্ল্যামার আর সৌন্দর্য মুগ্ধ করেছে বি টাউনের মানুষদের। ইতোমধ্যে ফেসবুকে তার প্রচুর ভক্ত জুটে গেছে।
খবর যদি সত্য হয় তবে অল্প সময়েই তিনি বলিউডের নতুন সেনসেশন হিসেবে প্রতিষ্ঠিত হবেন, সেটি বলার অপেক্ষা রাখে না। ১৮ বছর বয়সী এ সুন্দরী বর্তমানে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছেন।
এলএ/এমএস