শাবিপ্রবিতে ছুঁয়ে দিলে মন
‘ছুয়ে দিলে মন’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার সেখানে সিনেমাটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মিলনায়তনপূর্ণ দর্শক সিনেমাটি উপভোগ করেছেন বলে জানালেন ছবিটির নায়িকা লাক্স সুন্দরী জাকিয়া বারী মম। তিনি নিজে সেদিন সেখানে উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে মম গণমাধ্যমে বলেন, ‘অন্যরকম অভিজ্ঞতা নিয়ে ঢাকায় ফিরছি। সিনেমার কাজ করতে গিয়ে কখনো কখনো বিরক্ত লেগেছে। কিন্তু এখানে মানুষের ভালবাসার কাছে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। এভাবে রেসপন্স পেলে আমাদের বাংলা চলচ্চিত্র খুব তাড়াতাড়ি আবারও দাঁড়িয়ে যাবে।’
জনপ্রিয় এ টেলিভিশন অভিনেত্রী আরও বলেন, ‘শাবিপ্রবিতে সিনেমাটি বিকেল ৩টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হয়েছে। দুটি প্রদর্শনীই ছিল হাউজফুল। অনেকে এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা জানান, এ রকম ভাল সিনেমা হলে নিয়মিত হলে যাবেন। সিলেটের প্রেক্ষাগৃহেও সিনেমাটির ব্যাপক দর্শক চাহিদা রয়েছে।’
শনিবার শাবিপ্রবিতে আরও দুটি প্রদর্শনী হবে বলে জানান তিনি। সেখানেও দর্শকদের সঙ্গে থাকবেন মম। এ প্রচারণা কাজ শেষে রবিবার ঢাকায় ফিরবেন।
এলএ/আরআই