ভূমিকম্প আতঙ্কে নেপালে বাংলাদেশি তারকারা
শনিবার অনুভূত হওয়া ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে। তবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পাহাড়ের দেশে নেপাল। দেশটির পোখারা থেকেই এই ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পের শিকার হয়ে এরইমধ্যে প্রায় দেড় শতাধিক নেপালীর মৃত্যু সংবাদ বিভিন্ন গণমাধ্যমে পৌঁছেছে।
নেপালের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আটকা পড়েছেন বেশ ক’জন বাংলাদেশি শিল্পী ও কলাকুশলীরা। অভিনেতা কল্যাণ কোরাইয়ার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এই অভিনেতা নিজের ফেসবুক ওয়ালে ভূমিকম্পে বিদ্ধস্ত কিছু ঘরবাড়ির ছবি দিয়ে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
একটি ঈদ উপলক্ষে নির্মিত একটি নাটকের শুটিং করতে এই তারকারা বর্তমানে নেপালে রয়েছেন। যুবরাজ খান পরিচালিত এই নাটকের শুটিং শেষ করতে গত ২১ এপ্রিল নেপালের নাগরকোট এলাকার হোটেল ব্লু হরিজনে উঠেন। জানা গেছে, দুই একদিনের মধ্যেই শুটিং শেষ করে দেশে ফিরবেন তারা।
এদিকে নেপালে শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সেখানে হেপ্লডেস্ক খুলেছে বাংলাদেশ দূতাবাস। নেপালে অবস্থারত বাংলাদেশিদের সহায়তা প্রদানের জন্য এ হেল্পডেস্ক খোলা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।
সহায়তার জন্য মাশফি বিনতে শামস (রাষ্ট্রদূত) +৯৭৭৯৮৫১০৩৯৩৫২, শামীমা চৌধুরী (প্রথম সচিব) +৯৭৭৯৮০৮৭৬৫০৭১, খান মোহাম্মদ মঈনুল হোসেন +৯৭৭৯৮০০৮১৮৪০১৪ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। শিল্পী ও কলাকুশলীরা চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সহায়তা নিতে পারেন।
এলএ/আরআই