খোলামেলায় আপত্তি নেই `বোল্ড` জারিনের


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০১ মে ২০১৫

হেট স্টোরি থ্রিতে অভিনয় করতে দেখা যাবে বলিউডের `বোল্ড` অভিনেত্রী জারিন খানকে। এর আগে হেট স্টোরিতে অভিনয় করেছিলেন টলিউডের হার্ট থ্রব পাওলি দাম। দ্বিতীয় পর্বে অভিনয় করেছিলেন সানি লিওন। এবার পার্ট থ্রিতে দেখা যাবে জারিন খানকে।

মহেশ ভাটের হেট স্টোরি দর্শক মহলে কিছুটা সমালোচনার মুখে পড়লেও টিনেজারদের কাছে ছবির খোলামেলা দৃশ্য আকর্ষণে চুঁড়ায় পৌঁছেছিল। এই ছবিতে অভিনয় করতে জারিন খানের সঙ্গে দেখা যাবে শর্মান জোশী, ডেইসি সাহাকেও।

এই ছবিতে বেশ কিছু খোলামেলা দৃশ্য রয়েছে যেখানে জারিনের অভিনয় দেখতে উৎসুক দর্শক মহল। বলিউডে যখন হেট স্টোরির বোল্ড দৃশ্য নিয়ে রীতিমত হইচই পরে গেছে, তখন ছবির খোলামেলা দৃশ্যগুলির মতোই খোলামেলা উত্তর দিলেন জারিন।

`আমি জানি না, এই ছবির দৃশ্য নিয়ে এত কেন কথা হচ্ছে? ছবির জন্যে আমি যেকোনো ধরনের দৃশ্যে অভিনয় করতে রাজি। আমি এর আগে যেধরনের সিনেমা করেছি, তার থেকে হেট স্টোরি একেবারেই ভিন্ন। আমি প্রথমবার এমন কিছু করব। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার`, মন্তব্য জারিনের।

নিজের বোল্ড ইমেজের সঙ্গে বোল্ড অভিনয়ে সাহসিকতার ছাপ রাখতে চান এই অভিনেত্রী। এখন দেখার বিষয় পাওলি, সানি লিওনের মতো জারিনেও কি বোল্ড হবে দর্শক?

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।