শেষের রাত্রিতে সারিকা


প্রকাশিত: ১০:১৮ এএম, ০৬ মে ২০১৫

অজানা এক দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত যতীন। বিছানায় শুয়ে যেন জীবনের শেষ দিনের অপেক্ষা করছে সে। স্ত্রী থাকলেও মাসীই সার্বক্ষণিক তার দেখাশোনা করেন। রূপে গুণে দূর্গা প্রতিমাতূল্য স্ত্রী মনি। সেবা শুশ্রুষা তো দূরের কথা স্বামী যে বিদায় পথের যাত্রী সেটা নিয়েও তার কোনো বিকার নেই।

ছেলেমানুষিতেই সারাবেলা কাটে তার। যতীন বউয়ের কথা জানতে চাইলে, মনিকে নিয়ে মিথ্যা গল্প করতে করতে মাসীও এক সময় ক্লান্ত হয়ে পড়েন। এক পর্যায়ে যতীন বুঝে ফেলে মাসী মিথ্যার আশ্রয় নিয়েছে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম শেষের রাত্রি।
 
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার প্রিয়মুখ সারিকা। এ ছাড়া অভিনয় করেছেন পৃথু, ডলি জহুর, রেজওয়ানা লোপা, মৃনাল দত্ত প্রমুখ।
 
বৃহস্পতিবার, ৭ মে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এ টেলিফিল্মটি।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।