সালমানের কারাদণ্ড : বিমর্ষ দুই বোন উপবাসে


প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৬ মে ২০১৫

মন ভালো নেই দুই বোনের। বলিউড সুপারস্টার সালমান খানের জেল হচ্ছে শুন বিমর্ষ সাবা ও ফারাহ। দাঁতে খাবার পর্যন্ত কাটেননি দুই বোন। সারাদিন সাধ্যসাধনা করেও তাদের এ অনশন ভাঙাতে পারেননি পরিবারের কেউ। মনে পড়ে বিহারের পটনার ওই দুই বোনকে? অভিন্ন যমজ। মাথায় মাথায় জোড়া। হতে পারে দাবাং খানের সঙ্গে তাদের রক্তের কোনো সম্পর্ক নেই। তাতে কী, সালমানের বোনই তো।

বছর তিনেক আগে সালমানের হাতে রাখি বেঁধে দিয়েছিলেন ওই দুই অষ্টাদশী। সেই থেকে বিহারের দুই বোনের সঙ্গে সম্পর্কের সূত্রে বাঁধা পড়েছেন বলিউড নায়ক। দাদা জেলে যাবেন, কোন বোনেরই বা ভালো লাগে! তাই মন ভালো নেই। সকাল থেকে মনমরা।

যমজ কন্যার বাবা শাকিল আহমেদ জানান, প্রিয় নায়ককে জেলে যেতে হবে শুনে, দুই বোন খুব আঘাত পেয়েছেন। তা ছাড়া সালমানকে রাখি পরানোয়, ওকে নিয়ে একটা আবেগও কাজ করে। তাই ওরা আজ বিমর্ষ। একদানা ভাতও মুখে তোলেনি।

বুধবার মুম্বাই সেশন কোর্ট ২০০২-এর গাড়ি চাপা দেওয়ার মামলায় সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। পরে যদিও মুম্বাই হাইকোর্ট তাকে দু-দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছেন।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।