দুই রাতের জন্য জামিন পেলেন সালমান
গাড়ি চাপা দিয়ে ফুটপাথবাসীকে মেরে ফেলার মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর দুই রাতের জন্য শর্তসাপেক্ষ জামিন নিয়ে ঘরে ফিরলেন বলিউডের অন্যতম তারকা সালমান খান। বুধবার রাতে বোম্বে হাইকোর্ট এই জামিন মঞ্জুর করেন।
বুধবার রাত আটটার দিকে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রা এলাকায় যখন তিনি নিজের অ্যাপার্টমেন্টে পৌঁছান, তখন বিপুল সংখ্যক মানুষ তার জন্য অপেক্ষা করছিলেন। উত্তেজিত ভক্তরা তার নাম ধরে চিৎকার করছিলেন, অনেকেই কাঁদছিলেন। এদিকে সালমানের পরিবারের সদস্যদেরও অশ্রুসজল নয়নে তার জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
৮ মে, শুক্রবার বোম্বে হাই কোর্টে সালমানের জামিন আবেদনের শুনানি হবে।
বুধবার সকালে ১৩ বছর ধরে চলতে থাকা মামলার চূড়ান্ত রায়ে দণ্ডনীয় নরহত্যার দায়ে সালমানের পাঁচ বছরের কারাদণ্ড হয়।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে সালমানের সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে বান্দ্রার একটি বেকারির সামনের ফুটপাতে। এই দুর্ঘটনায় ফুটপাতে শুয়ে থাকা এক ব্যাক্তি নিহত হন এবং দুজন আহত হন।
এসআরজে