রবীন্দ্র পুরস্কারে ভূষিত হলেন সাদী মহম্মদ


প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৭ মে ২০১৫

দেশবরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদী মহম্মদ রবীন্দ্র পুরস্কারে ভূষিত হলেন। এই গুণী শিল্পী ছাড়াও বাংলা একাডেমি প্রবর্তিত এই পুরস্কারটি পেয়েছেন অধ্যাপক সনৎকুমার সাহা।  
 
আগামী ১০ মে বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে রবীন্দ্রজন্মবার্ষিকীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। স্মারক বক্তৃতায় রবীন্দ্র বিষয়ক বক্তব্য প্রদান করবেন অধ্যাপক হায়াৎ মামুদ।
 
এখানে আরও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে বিশিষ্ট শিল্পীরা রবীন্দ্রসংগীত ও রবীন্দ্রকবিতার আবৃত্তি পরিবেশন করবেন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।